জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নারকীয় হত্যাকান্ডের মাস্টারমাইন্ড খন্দকার মুশতাকের বাড়িসহ সকল সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা ও তার কবর অপসারণ করে দাউদকান্দিকে কলংকমুক্ত করার দাবী জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ।
মঙ্গলবার (৩১আগস্ট) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খুনি মোশতাকের বাড়ির সম্মুখে দশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মোশতাকের প্রতিকৃতিতে পাদুকা ও কংকর নিক্ষেপ করে ঘৃণা প্রদর্শন,বিক্ষোভ কর্মসূচী ও প্রতিবাদ সভা থেকে এ দাবী জানানো হয়। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।
দাউদকান্দি উপজেলার শহীদনগর-জুরানপুর সড়কের দশপাড়ায় খুনি মোশতাকের বাড়ির সম্মুখে বিক্ষোভ মিছিল সহ অসংখ্য নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ঘাতক খন্দকার মোশতাকের প্রতিকৃতিতে জুতা, পাথর নিক্ষেপ করে ঘৃণা প্রদর্শন কর্মসূচি পালন করে এবং দাউদকান্দি থেকে খুনি মোশতাকের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও কবর অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে উত্তেজিত নেতাকর্মীরা খুনি মোশতাকের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।এ সময় তার বাড়ির আঙ্গিনায় অগ্নিসংযোগ করা হয়।খন্দকার মোশতাকের দোতলা বাড়ির কয়েকটি দরজা ও জানালা ভংচুর করা হয়েছে।
দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন সভাস্থল ছেড়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করেন।
জানা গেছে,খন্দকার মোশতাকের বাড়িতে পরিবারের কেউ থাকেন না।তবে স্থানীয় মসজিদের ইমাম একটি কক্ষে থাকতেন।ঘটনার সময় তিনিও বাড়িতে ছিলেন না।হামলার খবর শুনে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন শৃংখলা রক্ষার জন্য খন্দকার মোশতাকের বাড়ির প্রধান ফটকে পুলিশ নিরাপত্তা বেষ্টনি দিয়ে রাখে।
দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, মোশতাকের বাড়িতে হামলার ঘটনা ঘটেনি।অসংখ্য নেতাকর্মীরা উত্তেজিত হয়ে হামলার চেষ্টা করলে আমি তাৎক্ষণিকভাবে তাদেরকে শান্ত করি।
এদিকে বিক্ষোভ সমাবেশে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন,বঙ্গবন্ধু হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক এটা আজ প্রমাণিত সত্য।সংসদীয় কমিটির মাধ্যমে কমিশন গঠন করে ১৫আগস্ট হত্যাকান্ডের অন্তরালে সকল খুনিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।সরকারের নিকট খুনি মোশতাকের মরণোত্তর বিচারের দাবি জানিয়ে তিনি বলেন,অত্র উপজেলা থেকে খুনির বাড়ি অপসারন সহ স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দাউদকান্দি তথাপি কুমিল্লাকে কলংঙ্ক মুক্ত করতে হবে।দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসু দেব ঘোষ,জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার,যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু,জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক,উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদ,উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিব,মুরাদ চৌধুরী সুমন প্রমূখ।
গত ৫ বছর ধরে শোকাবহ আগস্টের শেষদিনে ঘৃণা প্রদর্শন অব্যহত রাখার অঙ্গিকার করেন নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। আর এ কর্মসূচি পালন করে আসছেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 31, 2021 7:36 pm by প্রতি সময়