স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। ফাইল ছবি #
তরুণরাই উন্নয়নের মূল চালিকাশক্তি মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, শিক্ষিত তরুণ প্রজন্মই আগামী দিনে বাংলাদেশকে মর্যাদার শিখরে নিয়ে যাবে।তাই আজকের ছাত্রসমাজকে বঙ্গবন্ধুর কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। ত্যাগের মনোভাব নিয়ে আদর্শের সাথে নিজেদেরকে গড়ে তুলতে হবে। জাতিরজনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের লক্ষ্য আদর্শ থেকে কোনভাবেই নিজেদের মূল্যবোধ বিসর্জন দেয়া যাবে না। এসংগঠনের মর্যাদা ধরে রাখতে হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে উল্লেখ করে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোনো অপশক্তি বাংলাদেশের এ অগ্রযাত্রা রুখতে পারবে না।
তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি একাধিকবার বাঙালি জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা করেছিলো। একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে বঙ্গবন্ধু স্বল্প সময়ের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন করেছিলেন। তার লক্ষ্য ছিল প্রতিটি গ্রামই হবে স্বয়ং সম্পূর্ণ। আমরা সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি।
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 7, 2020 12:56 pm by প্রতি সময়