জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকীতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শিক্ষক সমিতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাসুদার রহমান, কোষাধ্যক্ষ ড. মো. খাইরুল ইসলামের নেতৃত্বে শিক্ষক সমিতির পক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় শিক্ষক নেতৃবৃন্দ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি ছিনিয়ে এনেছে স্বাধীনতা, বিশ্বের দরবারে উড়িয়েছে লাল-সবুজের বিজয় নিশান।
Last Updated on March 17, 2024 7:25 pm by প্রতি সময়