মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক বলেছেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ বাঙালি জাতি কখনও শোধ করতে পারবে না। বঙ্গবন্ধু আমাদেরকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বাধীন জাতি সত্তাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু এ দেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রেখেছে, আর মুক্তিযুদ্ধের চেতনা লালন করছে। আজকে বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গিয়ে চলছে উন্নয়নের পথে। আমরা শিক্ষক সমাজ বিশ্বাস করি আজকের শিক্ষার্থীরা আলৈাকিত মানুষ হয়ে উঠলে উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন কর্মসূচীর আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে ভোরে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করে কলেজ কর্তৃপক্ষ।
এরপর কুমিল্লা নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাসেও প্রধান অতিথি ও অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, রোভার, বিএনসিসির সদস্যদরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম।
সহকারী অধ্যাপক নাজমা আহমেদের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ, শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো.আবু জাহেদ, প্রভাষক তানিয়া আহমেদ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা বাঙালী জাতির জীবনে এক কলঙ্কজনক অধ্যায়। বঙ্গবন্ধুর সাহসী ভূমিকাই পরাধীন বাঙালিকে স্বাধীনতার পথ দেখিয়েছি।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির উন্নয়ন সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন প্রভাষক মাওলানা আমিন আহমেদ মিয়াজী।
Last Updated on August 15, 2023 8:34 pm by প্রতি সময়