[বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের জাতীয় শোক দিবস পালন]" /> বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা বীরত্বপূর্ণ নেতৃত্বে অর্জিত হয়েছে স্বাধীনতা : মেজর জসীম উদ্দীন – প্রতিসময়
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা বীরত্বপূর্ণ নেতৃত্বে অর্জিত হয়েছে স্বাধীনতা : মেজর জসীম উদ্দীন [বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের জাতীয় শোক দিবস পালন]

মারুফ আহমেদ কল্প, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৭৩ দেখা হয়েছে
# শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়নামতি রেজিমেন্ট কমান্ডার মেজর মো. জসীম উদ্দীন।

ময়নামতি রেজিমেন্ট কমান্ডার মেজর মো. জসীম উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু এক চেতনার নাম, একটি রাষ্ট্রের জন্মদাতার নাম। এ মানুষটির নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে ইতিহাসের শতশত পাতা ঠুনকো মনে হয়। আর মনে হবেই না কেন? বঙ্গবন্ধু নিজেই এক মূর্তমান ইতিহাস, গৌরবের ইতিহাস, প্রাণের ইতিহাস।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্ট কুমিল্লার আয়োজনে রবিবার (১৫ আগস্ট) স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জসীম উদ্দীন আরও বলেন, জাতির পিতা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার রাজনৈতিক দূরদর্শিতা, অদম্য স্পৃহা ও প্রত্যয়, বীরত্বপূর্ণ নেতৃত্ব, বহু ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে বাঙালি জাতির মুক্তি ও বাংলাদেশের স্বাধীনতা। ১৫ আগস্ট বাঙালি জাতির জীবনে এক কলঙ্কময় দিন।

জাতীয় শোক দিবসে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- ক্যাডেটদের সমন্বয়ে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন, গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, ক্যাডেট ও সামরিক প্রশিক্ষকদের রক্তদান কর্মসূচি ও পথশিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীর উপর বিশেষ করে জাতীয় শোক দিবসের সাথে সংগতি রেখে ময়নামতি রেজিমেন্ট ক্যাডেটদের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে ভার্চুয়্যাল (অনলাইন) প্রতিযোগীতা (বাংলা ও ইংরেজি) এবং একই সাথে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিবের অবদান এর উপর মহিলা ক্যাডেটদের নিয়ে ভার্চুয়্যালি (অনলাইন) প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এছাড়াও দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, অফিসার, কর্মচারী, সামরিক প্রসিক্ষক ও ক্যাডেটদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এদিকে আলোচনা শেষে রেজিমেন্টের একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীতে জনসচেতনতামূলক প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শনসহ মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে ময়নামতি রেজিমেন্ট কমান্ডার মেজর মো. জসীম উদ্দীন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো. গোলাম ছরওয়ার, বিএনসিসি অফিসার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on August 15, 2021 10:11 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102