[কুমিল্লায় ইয়ুথ ক্যাডেট ফোরামের অক্সিজেন সেবা উদ্বোধন]" />
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার বলেছেন, ১৫ অগাস্ট বাঙ্গালী জাতির শোকের দিন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের এদিনে নির্মমভাবে হত্যা করা হয়। আজ ইয়ুথ ক্যাডেট ফোরাম বঙ্গবন্ধুর শিক্ষা-আদর্শে উজ্জীবিত হয়ে করোনা আক্রান্ত অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়ার মতো কাজ শুরু করেছে। আমি ধন্যবাদ জানাই ইয়ুথ ক্যাডেট ফোরামকে। যারা দেশব্যাপি এ কার্যক্রম পরিচালনার প্রথমেই কুমিল্লাকে বেছে নিয়েছে। কুমিল্লায় করোনা মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিভিন্ন প্রতিষ্ঠান এবং কেউ ব্যক্তি উদ্যোগে করোনা রোগীদের চিকিৎসাসেবা তরান্বিত করতে ব্যযবহুল চিকিৎসা সরঞ্জাম নিয়ে এগিয়ে আসছে। ইয়ুথ ক্যাডেট ফোরামের মানবসেবার এ উদ্যোগ সফল হোক।
রবিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় কুমিল্লা নগরীর নিউমার্কেটের চারতলায় বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি বাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ্ মজিবুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এবং কুমিল্লা ইউনিটের সভাপতি আনম মঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার এস এম মাসুম হান্নান, কুমিল্লা ইউনিটের সাধারন সম্পাদক মাশুক মেহেদী সাকিব, কুমিল্লা ইউনিটের সাংগঠনিক সম্পাদক এক্স সিইও জাহিদুল হাসান, কুমিল্লা ইউনিটের সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রিফাত, কুমিল্লা ইউনিটের ক্রীড়া সম্পাদক নাজমুল হাসান খান, কুমিল্লা ইউনিটের সহ সম্পাদক এবং লালমাই ইউনিটের আহবায়ক ফুয়াদ আহম্মেদ আসিফ, কুমিল্লা ইউনিটের সদস্য এবং ক্যান্টনমেন্ট ইউনিটের আহবায়ক মোঃ বায়েজিদ এবং তার টিম। এছাড়াও অন্যান্য সংগঠন প্রধানের মাঝে উপস্থিত ছিলেন রং তুলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফ বাবু।
কুমিল্লায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার লক্ষে বিনামূল্যে অক্সিজেন সেবা শুরু করেছে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম। দেশব্যাপী এ কার্যক্রমর অংশ হিসেবে কুমিল্লা থেকে শুরু হওয়ায় বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের এ উদ্যোগকে সাধুবাদ জানায় কুমিল্লা নগরবাসী।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 15, 2021 8:32 pm by প্রতি সময়