কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে বর্তমান প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। অভিভাবকসহ ক্রীড়া অঙ্গণের সঙ্গে জড়িত সকলকে এব্যাপারে ভূমিকা রাখতে হবে। বঙ্গবন্ধুর পরিবারের সকলেই খেলাধুলার সাথে জড়িত ছিলেন। সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। কুমিল্লা খেলাধুলায় অনেক এগিয়ে রয়েছে। আমরা সকলে মিলে খেলাধুলায় কুমিল্লাকে আরো এগিয়ে নিয়ে যাবো।
রবিবার (২০ আগস্ট) বিকেলে কুমিল্লা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এসময় তিনি মাঠে অবস্থানরত বিভিন্ন ডিসিপ্লিনের প্রশিক্ষনার্থী খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও শুভেচ্ছা বিনিময় করেন।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার (পদধিকার) সভাপতি জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জিমনেসিয়ামে কারাতে, তায়কোয়ান্ডো ও সুইমিংপুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারু রোমেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, সদস্য আব্দুল কুদ্দুস, মজিবুর রহমান, আতিকুর রহমান আব্বাসী, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রাশেদা রহমানর এবং ফুটবল এসোসিয়েশনের সধারণ সম্পাদক বাদল খন্দকার, কোষাদক্ষ আল আমিন ভূইয়া, সদস্য দেলোয়ার হোসেন জাকির প্রমুখ।
Last Updated on August 21, 2023 8:42 pm by প্রতি সময়