কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ঢালুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক আবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের আবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাছান ভূইয়া বাছির চেয়ারম্যান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম সাইফ উদ্দিন আলমগীর চেয়ারম্যান, এ্যাডভোকেট আবুল হাসেম, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমাম হক প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা। বঙ্গবন্ধু আমাদের যা দিয়েছেন তার ঋণ কখনও শোধ হবে না। গ্রামীণ সংস্কার থেকে শুরু করে দেশের প্রতিটি শাখায় তিনি ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকলে দেশ ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে। তাই আগামীতে শেখ হাসিনার সরকার জাতির জন্য বড় বেশি দরকার।
আলোচনা শেষে ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শাহাদাৎ বরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
Last Updated on August 16, 2023 8:48 pm by প্রতি সময়