শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি সাংবাদিক নেকবর হোসেনের পিতার দশম মৃত্যুবার্ষিকীত কাল শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে সাহসী মানুষের নাম : এমপি বাহার দাউদকান্দিতে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ দেবিদ্বারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় যুবক নিহত আলিম ও ফাজিল অনার্স পরীক্ষায় কুমিল্লা আলিয়া মাদরাসার সাফল্য চৌদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কুমিল্লা-১আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি সুবিদ আলী ভূঁইয়াসহ চারজনের মনোনয়নপত্র সংগ্রহ কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিয়ে আওয়ামী লীগের চার নেতার মনোনয়নপত্র সংগ্রহ ২৫ বছর পর বরুড়ায় ফার্নিচার ব্যবসায়ী হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ডাদেশ, একজনের যাবজ্জীবন হৃদরোগ প্রতিরোধে করণীয় জানলো শতাধিক স্কুল শিক্ষার্থী দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা সাজ্জাদ ও টিটুর  সুস্থ থাকার জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে : কুবি ভিসি # শেখ কামাল কাপ আন্তঃবিভাগ ভলিবল শুরু বুড়িচংয়ে শেষ হলো পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কুমিল্লার ১১টি আসনে নৌকার পুরানো ৯ মাঝির সঙ্গে নতুন মুখের দুইজন

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা : বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম‌্যান

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার-কুমিল্লা
  • আপডেট টাইম শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ১৯৬ দেখা হয়েছে

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন,বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বাঙালির মুক্তি আর স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করেছেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।১৯৭১ সালে ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণ ছিল বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ঐতিহাসিক দিকনির্দেশনা।তিনি সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং বাঙালির সম্মিলিত চেতনায় জাতীয়তাবোধ সৃষ্টিতে রেখেছিলেন অগ্রগণ্য ভূমিকা।বাঙালির অবিসংবাদিত নেতা।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর মুজিব বর্ষ উপলক্ষে  বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক  সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রেস কাউন্সিল সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রেস কাউন্সিল সদস্য মো. মোজাফ্ফর আহমেদ।

সেমিনারে উপস্থিত থেকে বিশেস অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্যসচিব ও প্রেস কাউন্সিল সদস্য ইকবাল সোবহান চৌধুরী, প্রেস কাউন্সিল সদস্য,  গাজী টিভির সিইও সৈয়দ ইসতিয়াক রেজা, কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. আরিফুর রহমান, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারভীর সালেহীন ইমন, পিপিএম, জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির, বুড়িচং উপজেলা চেয়ারম্যান  আখলাক হায়দার, বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন, অধ্যক্ষ আবু সালেক মো. সেলিম রেজা সৌরভ, উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা বেগম ।

সেমিনারে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শাহ কামাল, পীর যাত্রাপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ঠিকাদার, ভারেল্লা উত্তর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক আলী আহমেদ, আবিদপুর কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ ভূইয়া, প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম ভূইয়া, মো. মনির মাস্টার, ইউসুফ হোসেন, জাকির হোসেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন।  এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।

Last Updated on November 7, 2020 11:15 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102