কুমিল্লা-৬ আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে করোনা শুরু হওয়ার পর থেকেই ক্রীড়া, সংস্কৃতি, গণমাধ্যম সহ বিভিন্ন সেক্টরে অনুদান চালু করেন। বিশেষ করে সাবেক খোলোয়াড়দের কথা তিনি স্বরণে রেখেছেন। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর অনুদানের চেক আমরা কুমিল্লার দুস্থ ও সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মাঝে বিতরণ করেছি।
এমপি বাহার আরো বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে।
বুধবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার হল রুমে সাবেক ও দুস্থ খেলোয়াড়দের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, অতিরিক্ত জেলা প্রশাসন শাহদাত হোসেন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
অনুষ্ঠানে ২৪ হাজার টাকা করে ১৪ জন ও ৫ হাজার টাকা করে ৮০ জন সাবেক খেলোয়াড় এর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
Last Updated on October 5, 2022 11:24 pm by প্রতি সময়