বাংলাদেশ আওয়ামীলীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর আত্মার মাগফিরাত কামনায় বুড়িচংয়ে মোকাম ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে নিমসার জুনাব আলী কলেজ মিলনায়তনে শনিবার (৮ মে) দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, কুমিল্লা বারের সভাপতি অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদাউস, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, সাবেক ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম, কৃষকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান খাঁন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারাণ সম্পাদক দিদার মোঃ নিজামুল ইসলাম।
মোকাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুদ রানা ও ঢাকা বিশ্ববিদ্যলয় বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেনের যৌথ পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, মোকাম ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অরুন কুমার পাল, সদস্য সচিব হাজী সুলতান আহাম্মদ, আতাউর রহমান ভূইয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, এড. নূরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবদুল হাকিম, মোকাম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী হুমায়ূন কবির মেম্বার, মোখলেছুর রহমান, মোকাম ইউনিয়ণ যুবলীগের সাবেক সভাপতি মোঃ সাহেব আলী, মোকাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন মেম্বার, ছাত্রলীগ নেতা মোঃ শাহ আলম, মাসুদ খাঁন,ইস্রাফিল পিয়াস, কাউসার আহাম্মদ, নাজমুল, ফকরুল ইসলাম, ইসমাইলসহ আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা জহিরুল ইসলাম।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on May 8, 2021 11:15 pm by প্রতি সময়