টানা বৃষ্টিপাত ও ভারত থেকে আসা ঢলে বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম ও খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। দেশের এই সংকটময় মুহুর্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অনেক সেচ্ছাসেবী দল ও রোভার স্কাউটস সারা দেশে রেসকিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করেছে।
বিশেষ করে কুমিল্লার গোমতী নদীর পাড়, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, কামারখারা অঞ্চলের মানুষদের সহযোগিতায় কুবি শিক্ষার্থীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে কাজ করছে।
শিক্ষার্থীদের উদ্যোগে টিম গঠন করে গোমতী নদীর পাড়ের মানুষের সাহায্যার্থে বুধবার রাত থেকেই সেখানে অবস্থান করছে তারা। আজ বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, কামারখারা অঞ্চলের মানুষদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বাস নিয়ে গিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছে তারা৷ এছাড়া শুকনো খাবার, বিশুদ্ধ পানির ব্যবস্থা করছে তারা। বাঁধ নির্মাণেও সাহায্য করছে তারা। তাছাড়া প্রতিটি বিভাগ থেকেই অর্থ সংগ্রহ করে বন্যার্তদের সাহায্য করতে এগিয়ে আসছে শিক্ষক, শিক্ষার্থীরা। শহরে আশ্রয়কেন্দ্রের সংকট দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের হলগুলো মানুষদের জন্য খুলে দিবে এমন তথ্য জানিয়েছে শিক্ষার্থীরা।
এবিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী শাকিল মেহরাজ বলেন, গত পঞ্চাশ বছর ধরে কুমিল্লার মানুষ বন্যার মুখোমুখি হয়নি তাই বর্তমান পরিস্থিতিতে আমরা বুধবার থেকে কিছু টাকা সংগ্রহ করে এই বানবাসী মানুষদের জন্য মেডিসিন, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের ব্যাবস্থা করেছি এবং দেশ ও বিদেশের সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন।
Last Updated on August 22, 2024 5:37 pm by প্রতি সময়