চাঁদপুর সদরে ডিজিটাল নিরাপত্তা আইন ও কচুয়া উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী নুরে আলমকে মারধরের ঘটনায় দায়ের করা দু’টি মামলায় প্রায় দু’মাস ধরে কারাবন্দি বরখাস্তকৃত কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহজাহান শিশিরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ অবস্থায় চাঁদপুর জেলা কারাগার থেকে বুধবার (২৮ অক্টোবর) চিকিৎসার জন্য শাহজাহান শিশিরকে চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালের আবাসকি চিকিৎসক (আরএমও) ডা. হাসিবুল হাসান আসিফ ও সার্জিকাল ডাক্তার মনিরুল ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে কারা কর্তৃপক্ষ ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সদর হাসপাতাল থেকে কুমিল্লায় নিয়ে যান।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হাসিবুল হাসান আসিফ বলেন, বুকে ব্যথা, ডায়াবেটিস ও ক্যান্সারজনিত রোগগুলো শিশিরের দেহে আগ থেকেই রয়েছে। এসবের চিকিৎসা ব্যবস্থা জেলা কারাগারে না থাকায় শাহজাহান শিশিরকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 29, 2020 2:07 pm by প্রতি সময়