কুমিল্লা সাইক্লিষ্ট’র একযুগ পূর্তি ও বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা এবং কুমিল্লা সাইক্লিস্টেের যৌথ উদ্যোগে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) কুমিল্লা বরুড়ার মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে এ ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে প্রায় শতাধিক গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ডা. মো. গোলাম শাহজাহান, ডা. তাইফুর রহমান এবং ডা. টি এম আলী হাসান।
এছাড়া চিকিৎসাসেবা গ্রহনকারী প্রত্যেককে কুমিল্লা সাইক্লিস্টের পক্ষ থেকে একটি করে গাছের চারা উপহার দেয়া হয় এবং বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীসহ দুইশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, স্থানীয় মেম্বার ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সমন্বয় করেন কুমিল্লা সাইক্লিস্টের প্রধান মাহমুদুল হাসান ইফাজ।
Last Updated on July 14, 2023 8:49 pm by প্রতি সময়