কুমিল্লার বরুড়ায় আউট অব স্কুল চিলড্রন প্রোগ্রাম, ব্র্যাকের বাস্তবায়নে বরুড়া উপজেলার ৭০টি উপানুষ্ঠানিক শিখনকেন্দ্রে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
শিখন কেন্দ্রগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও শিখনকেন্দ্রে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক কর্মকান্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসব আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা, প্রোগ্রাম সুপারভাইজারদের মধ্যে ইমরান চৌধুরী, সহিদুর রহমান ,ফাহিম ,রীমা আক্তার ও খেনী মারমা।
শিক্ষকদের মধ্যে পুরান কাঁদবা-বিউটি রানী, পুরানকাদবা-২ খোরশেদা বেগম, মাটিয়ারা রাশেদা বেগম, চন্ডিপুর রেহানা বেগম, মহেশপুর তাসলিমা বেগম, শিকারপুর জাহানারা বেগম উপস্থিত ছিলেন।
Last Updated on February 21, 2024 7:06 pm by প্রতি সময়