শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণপাড়ায় গার্মেন্টস ব্যবসায়ী খুন কুমিল্লা নগরীতে নিষিদ্ধ পলিথিনের খুঁজে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মুরাদনগরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্কুল ছাত্রের পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছেন সাবেক এমপি কায়কোবাদ জামায়াতকে শেষ করতে গিয়ে ষড়যন্ত্রকারীরা নিজেরা শেষ হয়ে গেছে : সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ‘আমার মা জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের হাল ধরেছিল, পরে দলটি একটি পরিবারের হাতে বন্দি হয়ে গেল’ দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন দেবিদ্বারে অপহরণ ও ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তারের প্রথম মৃত্যু বার্ষিকী আজ দেশ নিয়ে ষড়যন্ত্র করলে রুখে দেবে ছাত্র জনতা : কুমিল্লায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল কুমিল্লায় ছোট ভাইকে বাঁচাতে ডোবার পানিতে ডুবে বড় বোনের মৃত্যু মুরাদনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা বরুড়ার ড. নেয়ামত উল্যা ভূঁইয়া পরিকল্পনা কমিশনের সদস্য মধ্যস্বত্বভোগীদের জালে দেশের দ্বিতীয় বৃহত্তম কুমিল্লার নিমসারের সবজিবাজার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই কিশোরের লাশ উত্তোলন দেশের দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য বাজার নিমসারে খাজনা ও টোল আদায় স্থগিত মুরাদনগরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ছুটির দিনও ন্যাশনাল ব্যাংক কুমিল্লা শাখা খোলা রেখে গ্রাহকের টাকা গ্রহণ করেছে বিএনপি পালিয়ে যাওয়ার দল নয় : স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ ৩৪৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বিজিডিসিএল, ৭ কোটি ৪০ লক্ষাধিক টাকা বকেয়া আদায়

বরুড়ায় মলম পার্টির সক্রিয় ছয় সদস্য আটক

নেকবর হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৬৩ দেখা হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলায় মলমপা‌র্টির স‌ক্রিয় ছয় সদস‌্যকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। এসময় চুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত এক‌টি সিএন‌জি অ‌টো‌রিকশা জব্দ‌ করা হয়। এছাড়া ছয় পিস মাল্টা ও বিভিন্ন ধরনের চেতনানাশক দ্রব্য উদ্ধার করা হয়।

রবিবার বরুড়া পৌর এলাকার তলাগ্রাম থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- রাসেল (২৭), সেলিনা আক্তার শিল্পী (৪৫), মোঃ লিটন মিয়া (২৩), মোঃ সুমন (৩০), মোঃ মারুফ ওরফে আশিক (৩১), সুমাইয়া ওরফে শিউলী (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেনের দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন বরুড়া পৌরসভাস্থ তলাগ্রাম এলাকার ভাউয়াল বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর একটি সিএনজি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ এটি তল্লাশি চালায়। এসময় সিএনজির ভেতরে থাকা ছয় নারী পুরুষকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় তাদের কথাবার্তায় অসংগতি থাকায় থানায় নিয়ে আসা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মলম পার্টির সক্রিয় সদস্য। সিএনজি অটোরিকশাটি তারা চুরি বা ছিনতির কাজে ব্যবহার করত।

আটক ছয় নারী পুরুষকে জিজ্ঞাসাবাদ ছিনতাই বা চুরির অভিনব নানা কৌশলের তথ্য বেরিয়ে আসে। এ বিষয়ে থানা পুলিশ জানায়, সিএনজিচালিত অ‌টো‌রিকশায় যাত্রী সেজে বসতো চারজনের একটি দল। সামনে চালক ও তার পাশে দুজন। পেছনে সিটে আরও একজন।তাদের টার্গেট গলায় সোনার চেইন ও কানে দুল পরা নারী। অটোরিকশাতে এমন নারীদের চাহিদামত স্থানে যাবে বলে উঠিয়ে নিতো। মাঝ রাস্তায় তারা শুরু করতো আসল কাজ। হঠাৎ অ‌টো‌রিকশা থেকে রাস্তায় ফেলে দিত হাতে থাকা মাল্টা। পরে ওই যাত্রীকে বলতো মাল্টা উঠাতে। মাল্টা উঠাতে গেলেই টান দিয়ে নিয়ে নিতো আগেই টার্গেট করা সোনার চেইন বা কানের দুল।এতেও কাজ না হলে কৌশলে খাওয়াতো চেতনানাশক কোমল পানীয়। কোমল পানীয় পান করাতে ব্যর্থ হলে সরাসরি নাকে মলম লাগিয়ে সব কিছু লুটে নিত চক্রটি।

বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, শুধু স্বর্ণের চেইন বা কানের দুল নয়, তারা যে সময় সুযোগ পেত সে সময় সবই নিয়ে নিত। মলম লাগিয়ে মানুষকে অজ্ঞান করে এসব কাজ করতো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।হাতের মাল্টা রাস্তায় ফেলে বা চেতনানাশক মিশ্রিত কোমল পানীয় পান করিয়ে অভিনব কায়দায় ছিনতাই করত চক্রটি।

Last Updated on July 24, 2023 11:53 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102