সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাজী ইয়াছিন অনুসারিদের নির্যাতিত নেতাকর্মীর পরিবারের সংবাদ সম্মেলন মোনাফেকি করা ঠিক নয় : জামায়াতের উদ্দেশ্যে কায়কোবাদ সাঈদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুরাদনগরে মানববন্ধন মনোনয়ন না দেওয়ায় ব্যারিস্টার মামুন সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে : কুসিকের সাবেক কাউন্সিলরগণ ঠোঁটে লিপস্টিক পরা হলো না আদিবার কুমিল্লার একই পরিবারের ৫ জনের কক্সবাজার আনন্দযাত্রা সড়কেই শেষ কুমিল্লার রামমালা ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে : তথ্য উপদেষ্টা  শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুমিল্লার নয়টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুটির সিদ্ধান্ত পরে চান্দিনায় পুকুরে ডুবে প্রাণ গেলো ১৪ মাস বয়সী আরিয়ানের  মুরাদনগরে তিনটি গ্যাসফিল্ড, কিন্তু আবাসিক খাতেই বঞ্চিত লক্ষাধিক পরিবার সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র এখনও নিরাপদ নয় # নির্যাতিত দশ সাংবাদিককে সম্মাননা দিল সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা দৈনিক আজকের জীবন সবসময় সাহসী ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা চান্দিনায় জাতীয় সমবায় দিবস উদযাপন স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে চান্দিনা থেকে শ্যালকের শিশুপুত্রকে অপহরণের একদিন পর উদ্ধার চান্দিনায় প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানের বিরুদ্ধে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ দাউদকান্দিতে গরু চোর চক্রের চার সদস্য আটক মুরাদনগরে নিখোঁজের সাতদিন পর শিশু মীমের লাশ মিললো ডোবায়, হাত ও গলায় রশি প্যাঁচানো সদর দক্ষিণে ঘর পোড়ানোর মামলা করে আসামিদের হুমকির মুখে বাদী

বরুড়ায় মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ মজুমদার, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১০০ দেখা হয়েছে

কুমিল্লার বরুড়ায় মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টায় বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলার আড্ডা ওমেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি ও একবাড়িয়া হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমিল্লা -৮ বরুড়া আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।

 

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের স্মার্ট ও দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। এক্ষেত্রে যা যা প্রয়োজন আমি সকল সহযোগিতা করবো।
বরুড়া উপজেলাকে স্মার্ট ও আধুনিক বরুড়া গড়তে দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ হামিদ লতিফ ভূইয়া কামাল, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রকৌশল বিভাগের অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র সিংহ, বরুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান বাহাদুর, বরুড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ এমদাদুল হক।

 

এসময় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেন ও বরুড়া (মডেল) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও জোর পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক ও পয়ালগচ্ছ কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান বিপ্লব, আড্ডা ওমেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল ওয়াদুদ মিয়াজী, ছোটতুলাগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা।

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান লিমন, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আইয়ুব আলী, সহ বরুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা শিক্ষা গুণগত মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!