কুমিল্লার বরুড়ায় শাকপুর ইউনিয়নে সোলাইমান মিয়া ও ফিরোজা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শাকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের বেকী গ্রামের খলিফা বাড়িতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ সোলাইমান মিয়া।
বিশেষ অতিথি ছিলেন শাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ বাবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান, মোঃ শাহজাহান মিয়াজী।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়ের ইমামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাকপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ বাচ্চু মিয়া, আবুল হাসেম মেম্বার, মমতাজ উদ্দিন মেম্বার, আবদুল্লাহ আল মাহমুদ, হেলাল উদ্দিন মেম্বার, মহি উদ্দিন মেম্বার, মহি উদ্দিন টিটু প্রমুখ। সার্বিক সহাযোগিতায় ছিলেন ইতালি প্রবাসী ও সংগঠনের সভাপতি রেজাউল হাসান মাসুদ, সাধারণ সম্পাদক ও ইতালি প্রবাসী রেজাউল আজাদ, সাংগঠনিক সম্পাদক ও ইতালি প্রবাসী রেজাউল করিম ফরহাদ।
Last Updated on January 26, 2024 7:33 pm by প্রতি সময়