কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় ক্রুটি ও সমন্বয়হীনতার কারণে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কাজী মো. আইয়ুব আলী কে অব্যাহতি দেওয়া হয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় কুমিল্লা জেলার বরুড়া-৪ পরীক্ষাকেন্দ্র কাদবা তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চবিদ্যালয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়। এতে ওই কেন্দ্রের কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আইয়ুব আলীর পাবলিক পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে ক্রুটি পরিলক্ষিত হয়।
কেন্দ্রের দায়িত্বরত অন্যান্য শিক্ষক/কক্ষ পর্যবেক্ষক ও কর্মচারীদের সঙ্গে সমন্বয়হীনতার অভাব লক্ষ করা গেছে। গাফিলতির অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর স্থলে সরাফতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পেয়ার আহম্মদ কে কেন্দ্র সচিব দেওয়া হয়।
তথ্যানুসন্ধানে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে ইউএনওর প্রতিনিধি হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার আছিয়া খাতুন উপস্থিত ছিলেন। তখন তিনি পরীক্ষা ব্যবস্থাপনা ও সমন্বয়ের বিষয়টি লক্ষ করেন। পরে বিষয়টি বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং কে জানানো হয়। পরে ইউএনও বিষয়টি লিখিত আকারে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কে জানান।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান বলেন, পরীক্ষা ব্যবস্থাপনায় গাফিলতি ও সমন্বয়হীনতার কারণে কাজী মো. আইয়ুব আলী কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ইউএনও মহোদয়ের প্রতিবেদনের প্রেক্ষিতে তাঁকে অব্যাহতি প্রদান করা হল।
এ প্রসঙ্গে কাজী মো. আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Last Updated on February 17, 2024 5:41 pm by প্রতি সময়