কুমিল্লা বরুড়া উপজেলার জালগাঁও গ্রামের কৃষক আব্দুস সাত্তার হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১ ও র্যাব-২ এর সদস্যরা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দাউদকান্দি থানার টোল প্লাজা এলাকায় র্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বরুড়া জালগাঁও গ্রামের মো. বাবুলের ছেলে ইমন, মৃত আবুল হাশেমের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত কলিম উদ্দিনের ছেলে সেকান্দর আলী, মৃত আব্দুল গনির ছেলে জয়নাল ও আজাদ।
মামলার বিবরণে জানা যায়, গত ১ সেপ্টেম্বর বরুড়া জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার নিজের জমিতে চাষাবাদ করতে গেলে জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গ্রেফতার ও পলাতক আসামিরা তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহত কৃষক সাত্তারের স্ত্রী রোশন আরা বেগম বাদী হয়ে বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব-১১ ও র্যাব-২ মাঠপর্যায়ে ছায়াতদন্ত শুরু করে। ছায়া তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ সেপ্টেম্বর) মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বরুড়া থানায় হস্তান্তর করা হয়।
Last Updated on September 19, 2023 9:13 pm by প্রতি সময়