কুমিল্লার বরুড়ার খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সূবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল (এমপি)। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উদযাপন কমিটির সদস্য সচিব ও খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলমের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিশা এনজিও সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক মোঃ সহিদ উল্লাহ, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ সোহেল সামাদ, আগানগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সর্দার, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মানিক প্রমুখ।
Last Updated on April 24, 2023 8:03 pm by প্রতি সময়