কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ ১৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রোববার (২১ এপ্রিল) অন-লাইনে ও বিভিন্ন জায়গা থেকে এই মনোনয়ন পত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম, সাবেক পৌরসভার মেয়র মো. বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, মো. সোহেল সামাদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের শ্যালক আওয়ামীলীগ নেতা হামিদ লতিফ ভুইয়া কামাল মনোনয়নপত্র দাখিল করেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. ফরহাদ হোসেন, শাহ মো. কামাল হোসেন ভূঁইয়া, মো. কবির আহমেদ ভূইয়া ও এডভোকেট আবদুর রহিম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহবায়ক কামরুন্নাহার শিখা, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী দেলোয়ারা বেগম, বরুড়া পৌরসভার মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম ও মর্জিনা বেগম মনোনয়ন জমা দিয়েছেন।
আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Last Updated on April 21, 2024 11:01 pm by প্রতি সময়