কুমিল্লার বরুড়া উপজেলায় দেশিয় পাইপগান ও ২রাউন্ড গুলিসহ মনির হোসেন (৩৮) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩১ মার্চ) ভোররাতে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া ব্রিজের মুড়িয়ারাগামী সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মনির হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মোল্লাবাড়ির মৃত. আবদুল মমিনের ছেলে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, বরুড়া ঝলম ও চিতড্ডা ইউনিয়নসহ আশে পাশের এলাকায় সন্ত্রাসী ডাকাতি, ছিনতাইসহ মাদকদ্রব্য বিক্রয় কাজে মনির জড়িত ছিল। চিতড্ডার ভঙ্গুয়া ব্রিজের মুড়িয়ারাগামী সড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মনির ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশিয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ গুলি উদ্ধার করা হয়। মনির ডাকাতের নামে ডাকাতি, ছিনতাইসহ বরুড়া থানায় ২১টি মামলা রয়েছে।
এ ঘটনায় বরুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Last Updated on March 31, 2023 5:18 pm by প্রতি সময়