নিজের জমিতে উৎপাদিত লতি নিয়ে কুমিল্লার বৃহৎ সবজি বাজার নিমসারে আসছিলেন কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর গ্রামের কৃষক মহর আলী। কিন্তু নিমসার বাজারে পৌঁছানোর আগেই ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস কেড়ে নেয় কৃষক মহর আলীর প্রাণ। আহত করেছে ভিন্ন পেশার আরও চারজনকে।
ঘটনাটি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বুড়িচং উপজেলার পরিহলপাড়া চেয়ারম্যান বাড়ী এলাকায় ঘটেছে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর গ্রামের মৃত রহম আলীর ছেলে মহর আলী (৬৫) শুক্রবার সন্ধ্যায় তার জমিতে উৎপাদিত লতি নিয়ে বরুড়া থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা যোগে মহাসড়ক সংলগ্ন বুড়িচংয়ের নিমসার বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অটোরিক্সাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার পরিহলপাড়া চেয়ারম্যান বাড়ী এলাকায় পৌঁছালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৮৩২) পিছন থেকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি ধুমরে-মুচরে যায়। অটোরিক্সাতে থাকা চালক ও চার যাত্রীকে কাবিলা ইস্টান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মহর আলীকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত দুইজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।বাকী দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 25, 2020 5:35 pm by প্রতি সময়