মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো রুহুল আমীন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিদর্শন মো. জহিরুল ইসলাম পাটোয়ারী। বক্তব্য রাখেন আয়োজন কমিটির আহবায়ক নার্গিস আফরোজ, শিক্ষক পরিষদের সম্পাদক আবু নাইম আল মামুন।
বসন্ত বরণ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় পিঠা মেলার। ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ১০ স্টলে সাজায় হরক রকমের বাহারি নামের পিঠা পুলিতে । শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও যোগ দেয় উতসবে। বিশেষ করে শিক্ষার্থীদের মননশীল সাংস্কৃতিক পরিবেশনা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।
Last Updated on February 14, 2023 8:08 pm by প্রতি সময়