বহিরাগতদের হট্টগোলে পন্ড হয়ে গেছে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ, বলরামপুর ইউনিয়ন চেয়ারম্যান, সাতানী ইউনিয়ন চেয়ারম্যানসহ কয়েকজন বহিরাগতদের কিল-ঘুষির শিকার হয়েছেন। সভায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সোমবার সকাল ১১টায় শুরু হওয়া মাসিক সভা এ কারনে পন্ড হয়ে যায়। ওই মারধরের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় তিতাস উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা শুরু হওয়ার পর সভা চলাকালে বেশ কিছু বহিরাগত লোকজন সম্মেলন কক্ষে প্রবেশ করে। এর কিছুক্ষণ আগে সভাস্থল থেকে একজনকে মোবাইল ফোনে কথা বলতে বলতে বের হতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই বহিরাগতরা সভা কক্ষে প্রবেশ করে হৈ হুল্লোর শুরু হয়। এসময় তৈরি হয় হট্টগোল, শুরু হয় হাতাহাতি, কিল ঘুষি। এর ফলে সভাটি পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহাদ হোসেন বলেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বেলা ১১টার দিকে তিতাস উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা চলছিল। এসময় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান তুষারের নেতৃত্বে বেশ কয়েকজন বহিরাগত সভাস্থলে ঢুকে সবাইকে হুমকি-ধমকি দিতে থাকে। এসময় ব্যাপক হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা উপস্থিত সবাইকে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
Last Updated on January 29, 2024 11:59 pm by প্রতি সময়