অবশেষে ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশেষ ত্যাগ করেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর পশ্চিমপাড়া এলাকার কৃষক শরীফ উদ্দিন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে শরীফ উদ্দিন মৃত্যু বরণ করেন। সন্ধ্যায় তার লাশ কুমিল্লায় নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি বিকেলে কৃষি জমিতে কাজ করতে যাওয়ার সময় বুড়িচংয়ের কংশনগর পশ্চিম পাড়া এলাকায় ব্রাদার্স এগ্রো (আটো রাইস মিল) ইন্ডাস্ট্রির জলন্ত ছাইয়ের স্তুপে পড়ে দগ্ধ হন তিনি।
নিহত কৃষক শরিফ উদ্দিনের বড় ছেলে মো. রুবেল
হোসেন জানান, একুশে ফেব্রুয়ারি বিকেলে ব্রাদার্স এগ্রো ইন্ডাস্ট্রির পাশের জমিতে ফেলে রাখা জলন্ত ছাইয়ের স্তুপে পড়ে দগ্ধ হন তার বাবা। এ সময় তার বাবার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ (মঙ্গলবার) ভোরে মৃত্যুবরণ করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন,এবিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বুড়িচং উপজেলা নির্বাহী কমকর্তা সাহিদা আক্তার বলেন, গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাদার্স এগ্রো ইন্ডাস্ট্রি পরিদর্শন করে পরিবেশ দুষণ, ফসলের ক্ষতি সহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যম ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
Last Updated on February 28, 2023 11:33 pm by প্রতি সময়