[বড়শালঘর ইউনিয়ন আ’লীগের আলোচনা সভায় আলহাজ্ব আব্দুল আওয়াল ]" />
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয শোক দিবস উপলক্ষে কুমিল্লা দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল বাজার সংলগ্ন প্রভাতী ফিসারীজ প্রাঙ্গণে দলীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ-দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল আওয়াল বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১৫ই আগস্টের হত্যাকান্ড ছিল একটি পরিকল্পিত নীল নকশা ও গভীর ষড়যন্ত্র। বঙ্গবন্ধু যাতে স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রকে আত্মনির্ভরশীল করতে না পারেন এবং তাঁর স্বপ্ন যাতে বাস্তবায়ন না হয় সেই দুরভিসন্ধি চক্রান্ত ছিল এই হত্যাকাণ্ডে। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে সাম্রাজ্যবাদী শক্তিও জড়িত ছিল। সেদিন খুনিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। দেশের এই অগ্রযাত্রার মূলে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বড়শালঘর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি দেওয়ান আল কাইয়ুম, ইউপি’র সদস্য নুরুল ইসলাম, মনির হুসেন, সাধারণ সম্পাদক দেওয়ান হুমায়ুন কবির, মো: হেলাল, ওয়ার্ড সভাপতি মোসলেহ উদ্দিন, মাছুম মিয়া, শাহ-আলম মিয়া, মাহাবুব আলম প্রমুখ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। প্রভাতী ফিসারীজের নুরানী মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম দোয়া মোনাজাত পরিচালনা করেন। দুপুরে এলাকার দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 16, 2021 4:15 pm by প্রতি সময়