কুমিল্লায় ত্রিপুরা পল্লীর শিশুদের মধ্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাদকপাড়া এলাকায় শুক্রবার (২১ মে) বিকেলে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই ত্রিপুরা পল্লীতে ১৪ জন শিশুর মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এছাড়াও সেলাই প্রশিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, কালিরবাজার ইউপি চেয়ারম্যান সেকান্দর আলী প্রমূখ।
Last Updated on May 22, 2021 11:11 am by প্রতি সময়