বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে কুমিল্লা সদরের দুর্গাপুরে বাউবি কুমিল্লা কেন্দ্রের ক্যাম্পাসে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান আঞ্চলিক পরিচালক টি এম আহমেদ হুসেইন এর নেতৃত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় আঞ্চলিক পরিচালক টিএম আহমেদ হুসেইন বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও দেশের জনগণের প্রতি বঙ্গবন্ধুর মমত্ববোধের অনন্য নজীর পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বিভিন্ন দপ্তরে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে সততাকে অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন। দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন। স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সর্বাত্মক প্রচেষ্টা ও উদ্যোগ গ্রহণ করেছিলেন। কিন্তু খুনিরা সপরিবারে তাঁকে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রা দমিয়ে দিতে চেয়েছিল। খুনিদের সেই আশা পূরণ হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে।
পরে বঙ্গবন্ধু, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
Last Updated on August 15, 2023 10:38 pm by প্রতি সময়