কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনের নতুন ম্যানেজিং কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ ও শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক পরিচিতি সভায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি এম.কে নাজমুল হাসান নিঝুমের সভাপতিত্বে নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভার শুরুতে বাখরনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নতুন ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান।
ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় শুভেচ্ছা বিনিময়কালে কমিটির সভাপতি এম.কে নাজমুল হাসান (নিঝুম) তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমার অনেক অতীত জড়িয়ে আছে এই বিদ্যালয়ে। আমি এই বিদ্যালয়কে খুবই ভালবাসি। যে কারণে আমি নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করতে চাই। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।বিদ্যালয়ের উন্নয়ন করার লক্ষ্যে সকলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শরীফ নাসির উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ বিল্লাল হোসেন বিপ্লব, মোঃ আব্দুস সাত্তার। এ সময় অন্যান্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, নবীপুর (পূর্ব) ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলী শাহ আলম, ৮নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ জসিম উদ্দিন, ৯নং ওয়ার্ডের মেম্বার জালাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে স্কুলের উন্নয়ন ও লেখাপড়ার মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Last Updated on February 14, 2023 9:43 am by প্রতি সময়