শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাত ইউএনও-ওসির রদবদল জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক হিমেল-তৌসিফের নেতৃত্বে কুবি আইটি সোসাইটি কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ

বাখরাবাদ গ্যাসের কর্মচারির আলিশান বাড়িতে দ্বৈত ১৮ চুলোয় অবৈধ গ্যাস সংযোগ

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৮২ দেখা হয়েছে

বিজিডিসিএল রাজস্ব শাখার কর্মচারি হাতেম আলীর বাড়ি #

বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (বিজিডিসিএল) রাজস্ব শাখার কর্মচারি হাতেম আলী। বাখরাবাদে চাকরি করার সুবাদে আলিশান বহুতল ভবনের মালিক বনেছেন হাতেম আলী। যদিও বাড়িটি নির্মানে আর্থিক সহায়তা নিয়েছেন কুমিল্লার চাপাপুর উত্তরা ব্যাংক বাখরাবাদ শাখা থেকে।কয়েক বছর আগ থেকেই হাতেম আলীর চার ইউনিটের পাঁচতলা বাড়িটির ১৮ ফ্ল্যাটে চলছিল দ্বৈত ১৮ চুলোয় অবৈধ গ্যাস সংযোগ। ৮ দিন আগে বাখরাবাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ভ্রাম্যমান টিম হাতেম আলীর বাড়ির বৈধ দুইটিসহ অবৈধ ১৮টি দ্বৈত চুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা বাখরাবাদ কর্তৃপক্ষ।

কুমিল্লা নগরীর ইপিজেডের প্রধান গেইট সড়কের উত্তরে দক্ষিণ চর্থা এলাকায় মনু মিয়া চেয়ারম্যান সড়কের শেষপ্রান্তে মোল্লা হাউজ নামের পাঁচতলা বাড়িটি বাখরাবাদ গ্যাসের রাজস্ব শাখার কর্মচারি হাতেম আলীর। প্রথম অবস্থায় হাতেম আলী তার মালিকানাধীন বাড়ির জন্য দ্বৈত চুলোর দুইটি গ্যাস সংযোগ নেয়। পরে চার ইউনিটের পাঁচতলা ভবন নির্মানের পর হাতেম আলী ভবনের ১৮টি ফ্ল্যাটে অবৈধভাবে আরও ১৮টি দ্বৈত চুলোর সংযোগ দিয়ে প্রতিমাসে ফ্ল্যাট ভাড়ার সাথে গুনে নিতেন অবৈধ ১৮টি দ্বৈত চুলোর গ্যাস বিলের টাকা। কিন্তু প্রতিমাসে গ্যাস বিল পরিশোধ করতেন বৈধ দুইটি দ্বৈত চুলোর।

এভাবে দীর্ঘদিন ধরে অবৈধ ১৮ চুলোর গ্যাস চুরির লাখ লাখ টাকা হজম করতেন বাখরাবাদ গ্যাসের রাজস্ব শাখার কর্মচারি হাতেম আলী। ‘চোরের দশদিন গৃহস্থের একদিন’- গত ৪ অক্টোবর এমন প্রবাদের মুখে পড়লেন হাতেম আলী। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে বাখরাবাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকারী ভ্রাম্যমান একটি দল প্রকৌশলী বাপ্পী শাহরিয়ার, বিক্রয় শাখার মোবারক হোসেন ও হিসাব শাখার শাফায়াত হোসেনের নেতৃত্বে দক্ষিণ চর্থা এলাকায় হাতেম আলীর মালিকানাধীন মোল্লা হাউজে অভিযান চালায়। এসময় বৈধ দ্বৈত দুইটি চুলোর অতিরিক্ত আরো ১৮ টি অবৈধ দ্বৈত চুলার অস্তিত্ব আবিস্কার করে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকারী ভ্রাম্যমান দল। পরে অবৈধসহ পুরো বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। একই সাথে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের রাজস্ব শাখার কর্মচারি হাতেম আলীর এঘটনা বাখরাবাদ গ্যাসের উর্ধ্বতন কর্মমর্তাদের অবহিত করা হয়।

এঘটনার এক সপ্তাহ পার হলেও হাতেম আলীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় কুমিল্লার চাপাপুরে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কর্মচারিরদের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে অবৈধ সংযোগ অভিযানে নেতৃত্ব দেয়া হিসাব শাখার শাফায়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা মোল্লা হাউজ নামের বাড়িটিতে ১৮টি চুলোয় অবৈধ সংযোগ পেয়েছি। বাড়িটিতে দ্বৈত চুলোর ২০টি সংযোগই বিচ্ছিন্ন করা হয়েছে। একদিকে বাড়িটির মালিক বাখরাবাদ গ্যাসের হিসাব শাখার কর্মচারি হাতেম আলী। আর অবৈধ সংযোগের কাজটি তিনিই করেছেন। অন্যদিকে হাতেম আলী বাখরাবাদের কর্মচারী তাই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা উর্ধ্বতন কর্তৃপক্ষই গ্রহণ করবেন।’

#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ভিডিও খবর দেখতে  protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।

Last Updated on October 13, 2020 9:48 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102