বাংলাদেশের মানুষের সম্পদ অন্যদের কাছে বিক্রির আশ্বাসে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের হুঁশিয়ার দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করার আশ্বাসে বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন বাংলার মানুষ পূরন হতে দেবে না।আমাদের দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, অ্যাটাক করবে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। বাঙালির অসীম সাহস আর বীরত্বের কথা বিশ্ববাসী জানে।
গত শুক্রবার (২৩ জুন) বিকেলে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীে উপলক্ষে ‘সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করবো না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা শুরুর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এমপি সুবিদ আলী ভূঁইয়া আরো বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, তাই স্বাধীন বাংলাদেশের মানুষের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার চেষ্টা করলে এদেশের মানুষ বিএনপিকে দেশ ছেড়ে পালানোর সুযোগটুকুও দেবে না।
এসময় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, মুক্তিযুদ্ধা প্রজন্মলীগ, তাঁতী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Last Updated on June 25, 2023 8:28 am by প্রতি সময়