[কুমিল্লা সদরের পাঁচথুবিতে শোক দিবসের আলোচনা ও দোয়া]" />
জাতির পিতাকে হারানোর শোক শক্তিতে পরিনত করে দেশ গড়ার আহবান জানিয়ে কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বলেছেন, বাঙালির হাজার বছরের মুক্তি সংগ্রামের পূর্ণতা এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে। তাই বঙ্গবন্ধু চিরঞ্জীব বাঙালির হৃদয়ে। বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিচক্র চেয়েছিল এদেশের অগ্রগতি ও সমৃদ্ধিকে থামিয়ে দিতে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির দ্বারপ্রান্তে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা চেয়ারম্যান টুটুল। ।
গত রবিবার (১৫ আগস্ট) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শিবের বাজার এলাকায় শোক দিবসের ওই অনুষ্ঠানের আয়োজন করে পাঁচথুবি ইউনিয়ন পরিষদ।
সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল এর তত্বাবধানে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন,স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজলুল করীম,আবদুল মালেক, মোখলেছুর রহমান ও শাহজাহান সাখা প্রমুখ।অনুষ্ঠানে ছাত্রলীগ,যুবলীগ সহ বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 16, 2021 7:31 pm by প্রতি সময়