বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতসহ পাঁচ পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহকের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩১ টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার (২৯ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী।
মামলার আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মুহিত, পরিচালক মো. শফিউল আজম, ওয়ালিউল হাসান চৌধুরী, নুরুল ঈশাণ সাদাত, এ মুনিম চৌধুরী ও জামিল আহমেদ চৌধুরী।
প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করায় দণ্ডবিধির ৪০৬/৪২০/৪০৯/১০৯ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ৬৬ কোটি টাকা গরমিলের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান বানকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুহিতকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।
এরও আগে গত ১৫ জুন থেকে বানকো সিকিউরিটিজে বিনিয়োগকারীদের ‘সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্ট’ থেকে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা ঘাটতি পাওয়ায় বানকো সিকিউরিটিজের লেনদেন স্থগিত করে ডিএসই। বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 29, 2021 10:18 pm by প্রতি সময়