মানবিক শিক্ষক নাছরিন আক্তারের আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ওই বিদ্যালয়ে কর্মরত অবস্থায় নিজ কক্ষে ব্রেইন স্টোকে আক্রান্ত হওয়ার পর গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে মারা যান।
শিক্ষকতার চাকরিজীবনে তিনি ওই উপজেলায় একজন মানবিক শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন। তৎকালীন সময়ে তিনি সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তাঁর স্বামী মোঃ কামাল উদ্দিন দৈনিক সমকালের কুমিল্লা জেলা প্রতিনিধি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেবিদ্বার গ্রামের বাড়িতে
দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Last Updated on October 31, 2024 2:31 pm by প্রতি সময়