আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮’ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল ) বেলা ১১টায় নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। দুপুর পর্যন্ত চলে ওই ওরিয়েন্টেশন।
ইপসার কুমিল্লা জেলা সমন্বয়কারি গোলাম সারোয়ারের সঞ্চালনায় ও ইপসার চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার ফরাহানা ইদ্রিসের পরিচালনায় ওরিয়েন্টেশনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক জেসমিন আরা বেগম বলেন, বাল্যবিবাহ নিরোধে বিশেষ করে শিক্ষক ও ছাত্রীদের কাছে বিষয়টি বেশি করে তুলে ধরতে হবে। সরকারের একার পক্ষে বাল্যবিবাহ রোধ সম্ভব নয়। মানুষকে বুঝতে হবে একটি মেয়ের বাল্যবিবাহ হলে তার মানসিক ও শারীরিক সক্ষমতা থাকে না। এ থেকে উত্তোরণের উপায় হলো প্রাপ্ত বয়স্ক হয়ে বিবাহ করা। বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ রোধে সকলকে যার যার অবস্থান থেকে সোচ্ছার হতে হবে। বাল্যবিবাহ রোধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যম ব্যাপক ভূমিকা রাখতে পারে। লিখনির মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে পারলে সমাজ থেকে বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব।
Last Updated on April 12, 2023 4:54 pm by প্রতি সময়