ছুটি না দেয়ায় কুমিল্লার মুরাদনগরে ছয়তলা বিশিষ্ট মাদরাসা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার (২০জুন) মাগরিব নামাজের আজানের আগ মূহুর্তে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে মারকাযুস সুন্নাহ মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্র মো: ফয়সাল (১২) কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার মহালক্ষি পাড়ার মরহুম ফজল মাস্টারের ছেলে। সে ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারকাযুস সুন্নাহ নামের মাদরাসা পরিচালনার জন্য প্রায় চার মাস আগে বাঙ্গরা বাজারের অবস্থিত মরহুম তাজুল ইসলামের ছেলে রাসেল গাজীর পঞ্চম তলা বাড়ির দ্বিতীয় তলা ভাড়া নেন হাফেজ আরিফ।দশদিন আগে এ মাদাসায় ভর্তি হয় ফয়সাল।
মাদরাসার পরিচালক হাফেজ আরিফের কাছে বাড়ি যাওয়ার জন্য ছুটি চেয়েছিল ফয়সাল। কিন্তু ফয়সালের মায়ের সাথে মাদরাসা পরিচালক যোগাযোগ করলে তার মা জানান ঈদের সময় ছুটি দিতে। বিষয়টি জানানো হয় ফয়সালকে।
সোমবার বিকেলে ফয়সাল বিকেলে সহপাঠিদের সাথে মাদরাসা ভবনের ছয় তলা ছাদে উঠে। মাগরিবের আজানের সময় হলে সহপাঠিরা ছাদ থেকে নামতে শুরু করলেও ফয়সাল না নেমে ছাদ থেকে নিচে লাফ দেয়। তখন সে মাদরাসা সংলগ্স একটি অটোরিকশার গ্যারেজের টিনের চালা ভেঙ্গে ভেতরে পড়ে।
ঘটনাটি ফয়সালের সহপাঠিরা দেখতে পেয়ে মাদরাসা পরিচালককে জানালে তিনি বন্ধ থাকা অটো গ্যারেজের চাবির ব্যবস্থা করে দরজা খুলে ফয়সালকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদরাসার পরিচালক হাফেজ আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ছাত্র আমার চাচাতো শালার ছেলে, তার মা আমাকে জানিয়েছে এর আগেও সে অন্য মাদরাসায় পড়ার সময় দুই তলা থেকে লাফ দিয়ে পালিয়ে বাড়ি চলে আসছিলো।
সোমবার (২১ জুন) সকাল ১১টায় ব্রাহ্মণপাড়ার মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাটি আমি শুনেছি, তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 22, 2021 12:09 am by প্রতি সময়