গাজীপুর মহানগর বিএনপি সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, যতই ষড়যন্ত্র করুক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। জেল-জুলুম, হত্যা-গুমের পরও বিএনপির নেতাকর্মীরা দল ত্যাগ করেনি, বরং তারা আরো উজ্জীবিত হয়েছে। তবে সকল ভেদাভেদ ও হিংসা-বিদ্বেষ পরিহার হরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী এবং তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে স্থানীয় তিলারগাতি হাজী এম এ গণি উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ডা. মাজহারুল আলম ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী রুশদি, প্রফেসর নজরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহীন ,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. নাসির উদ্দিন নাসু, আজিজুল হক রাজু মাস্টার, সাজেদুল ইসলাম, তাজুল ইসলাম বেপারী, হাজী জহির, ওমর ফারুক, জমসের আালী, আব্দুস সাত্তার মিয়া, হেমায়েত উদ্দিন, আতাউর রহমান আতিক, আক্তারুজ্জামান নুর, ইকবাল খান, শেখ সুমন, সোহেল সিদ্দিকী, আবুল কালাম, আমির হোসেন, একরামুল হক, দুলাল মিয়া, সামসুল হক, লুৎফর রহমান লিটন প্রমুখ।
Last Updated on February 3, 2021 7:11 pm by প্রতি সময়