
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, বিএনপির প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা ও গণজোয়ার দেখে একটি দল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে৷
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলা ছাত্রদল আয়োজিত মানিকারচর এল এল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মারুফ হোসেন বলেন, যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে বেশী ভোট পেয়ে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নির্বাচিত হবেন ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক মেঘনা উপজেলা বিএনপি’র আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী, দাউদকান্দি উপজেলা বিএনপি আহবায়ক এম. এ লতিফ ভূঁইয়া, দাউদকান্দি পৌর বিএনপি’র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, মেঘনা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম. এ. মিজান, সাবেক মেঘনা উপজেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান, বর্তমান যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপু, তিনবারের উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোলেমান, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ।