বিএনপি-জামাতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। রবিবার বিকেলে রামঘাটস্থ দলীয় কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। এসময় উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর, যুগ্ন সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন,সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদসহ আওয়ামী লীগের অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তরা বলেন- বিএনপি-জামায়াত আবার সহিংস হয়ে উঠেছে। সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করছে। রাজপথে আমাদের ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে এই নৈরাজ্য প্রতিহত করতে হবে। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশের উন্নয়নমূলক কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু কুমিল্লায় কোন কোন প্রকার নৈরাজ্য করতে দেয়া হবেনা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে কোনো কিছুর সামনে মাথা নত না করার অঙ্ঘীকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে নগরীতে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহনে মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
Last Updated on July 30, 2023 9:41 pm by প্রতি সময়