বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫জুলাই) বিকাল সাড়ে ৫ টায় কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৪ নং ওয়ার্ডের তুজারভাঙ্গায় দাউদকান্দি উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এম.এ. লতিফ ভূইয়া।উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালনায় কুমিল্লা উত্তর জেলা, উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ২৭ জুন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ড.খন্দকার মোশাররফ হোসেন। সেখানে তার স্ত্রী ও ছেলে সঙ্গে রয়েছেন। চিকিৎসকের পরামর্শে মস্তিষ্কে টিউমার অপসারণে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে।সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
Last Updated on July 15, 2023 8:44 pm by প্রতি সময়