রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

বিকল্প যানবাহনে ঘরমুখি মানুষের চাপ : মহাসড়কের কুমিল্লা অংশে যানজট

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার-কুমিল্লা
  • আপডেট টাইম সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২২১ দেখা হয়েছে
# ময়নামতি সেনানিবাস এলাকা । সোমবার দুপুরের ছবি।

দূরপাল্লার গণপরিবহন চলছে না ৫ এপ্রিল থেকে। এরমধ্যে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন ঘোষণায় বিকল্প যানবাহনেই মহাসড়কে ঘরমুুখি মানুষের ভিড়।

সোমবার (১২ এপ্রিল) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নন্দনপুর থেকে বুড়িচংয়ের নিমসার পর্যন্ত উভয় অংশে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রচন্ড গরমে এসময় বিভিন্ন গন্তবমুখী হাজার হাজার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

সারাদেশে করোনার প্রভাব বেড়ে গেলে সরকার গত ৫ এপ্রিল থেকে সারা দেশে আটদিনের লকডাউন ঘোষনা করে। পরবর্তীতে সংক্রমন ও মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেলে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে আরো ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনের পরবর্তী ঘোষনা দেয়। এসময় সবকিছু খোলা থাকলেও সরকার দুরপাল্লার গণপরিবহন বন্ধ রাখে। এতে এমনিতেই জনদুর্ভোগ শুরু হয়। পরবর্তীতে ১৪ এপ্রিলের কঠোর লকডাউনের ঘোষনায় মানুষ অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে। পাশাপাশি লকডাউন দীর্ঘ হওয়ার আশঙ্কায় মানুষ ঘরমুখি হয়ে উঠেছে।

একদিকে দুরপাল্লার যানবাহন বন্ধ,অন্যদিকে ঘরমুখি মানুষের চাপে মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্নস্থানে হাজার হাজার মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেয়।এসময় প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সার, ছোট পিকআপ, অ্যাম্বুলেন্সযোগে বিভিন্ন গন্তব্যে মানুষদের ছুটতে দেখা যায়।
কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় নোয়াখালীগামী জাহাঙ্গীর হোসেনের সাথে কথা হয়। পরিবার নিয়ে তিনি কুমিল্লার কর্মস্থল থেকে তিনি নিজ বাড়ি নোয়াখালী ফিরছিলেন। তিনি জানান, লকডাউন বেড়ে গেলে ঈদে পরিবার নিয়ে বাড়ি ফিরতে কষ্ট হবে। এজন্য আগেই পরিবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি।

# ময়নামতি সেনানিবাস এলাকা। সোমবার রাত ৮টায় তোলা ছবি।

এদিকে গনপরিবহণের বিকল্প হিসেবে ঘরমুখি যাত্রীরা বেছে নিয়েছেন প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সার, ছোট পিকআপ, অ্যাম্ব্যুলেন্স। পণ্যবাহী পরিবহনের সঙ্গে এসব যানবাহনের বিশৃঙ্খল প্রতিযোগিতায় মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কুমিল্লা সদর দক্ষিনের নন্দনপুর কোটবাড়ি রাস্তার মাথা থেকে বুড়িচং উপজেলার নিমসার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ফোরলেনের উভয় অংশে যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, রমজান, লকডাউন, পয়েলা বৈশাখকে কেন্দ্র করে মহাসড়কে বিকল্প যানবাহনে ঘরমুখি মানুষের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। আমরা সারাদিন অতিরিক্ত পুলিশ সুপারসহ মহাসড়কে যানজট নিরসনে কাজ করেছি। তাছাড়াও নিয়ম না মানায় বেশ কিছু যাত্রীবাহী বাসসহ অন্যান্য পরিবহন আটক করেছি।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

Last Updated on April 12, 2021 11:22 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102