মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে আমিও জিততে চাই তারুণ্যের মেলায় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)।
প্রতিযোগিতায় তারা বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে। এছাড়া সরকারি দল হিসেবে ছিল কুমিল্লা মেডিকেল কলেজ ডিবেট ক্লাব।
শনিবার (২৩ ডিসেম্বর) কুমিল্লা কান্দিরপাড়ের গোল্ডেন স্পুন কনভেনশন সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শ্রেষ্ঠ বিতার্কিক হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন।
বিতর্কের বিষয় ছিল ‘এই সরকার মনে করে রাজনৈতিক দলের জনমুখী রাজনৈতিক চর্চা বৃদ্ধিই তরুণ প্রজন্মের রাজনীতি বিমুখতা দূর করতে পারে।’
বিতর্কে বিচারক হিসেবে ছিলেন, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের ইংরেজি বিতর্ক সম্পাদক মেহেদী রহমান নিকাশ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান।
Last Updated on December 24, 2023 1:47 pm by প্রতি সময়