ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লটারিতে তিন ছেলে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা-সমালোচনা।অনেকে রসিকতা করতেও ছাড়ছেন না। তেমনি এক ফেসবুক ব্যবহারকারি সাদিয়া জামান বিষযটি নিয়ে এভাবেই রসিকতার সাথে মন্তব্য করেছেন।
করোনার কারণে এ বছর দেশের সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে লটারিতে। সোমবার (১১ জানুয়ারি) অনলাইনে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়। এতে ময়মনসিংহের একটি বালিকা বিদ্যালয়ের ভর্তির ‘সুযোগ’ পেয়েছে তিন ছেলে শিক্ষার্থী।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘ওই তিন ছেলে শিক্ষার্থীকে ভর্তি নেয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখানে আমাদের বলার কিছু নেই। অভিভাবকদের ভুলের কারণে এমন হয়েছে। কারণ, ভর্তির ফরমে ৫ টি বিদ্যালয়ের নাম থাকে। ওই পাঁচটি বিদ্যালয়ের যেকোনো বিদ্যালয় অভিভাবকরা সিলেক্ট করেন। এখানে হয়ত ভুলে তারা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিলেক্ট করেছিল। যে কারণে লটারিতে বালিকা বিদ্যালয়ে তারা ভর্তির সুযোগ পেয়েছে।’
Last Updated on January 12, 2021 4:22 pm by প্রতি সময়