কুমিল্লা নগরীরর নিউমার্কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ (৩০) নামে এক প্রিন্টিং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামে। তিনি গোরফান আলীর ছেলে ও নিউমার্কেটের আন্ডারগ্রাউন্ডে আনিকা প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টার দিকে সোহাগ তার দোকানে প্রবেশ করে। এক পর্যায়ে তিনি ফোনে কথা বলতে গিয়ে মেশিনের ওপর পা রাখলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
Last Updated on June 14, 2023 1:24 pm by প্রতি সময়