কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসের আয়োজনে আউশ মৌসুমে উফসী আউশ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা কর্মসূচীর উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সার বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।
উপজেলার ছয় হাজার পাঁচশত জন কৃককের মাঝে এ প্রণোদনার সার বীজ বিতরণ করা হয়। যার ব্যয় মূল্য ৪৪ লাখ ২৩ হাজার ২৫০ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাসান প্রমুখ।
Last Updated on April 24, 2024 9:08 pm by প্রতি সময়