কুমিল্ল জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা-দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেছেন, জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অস্বচ্ছল বিচারপ্রার্থীর জন্য বিনা খরচে আইনি সেবা প্রদানের সরকারি যে ব্যবস্থা বিদ্যমান রয়েছে এ প্রচারণা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বিচারাঙ্গণে অসহায় সাধারণ মানুষ যাতে কোন হয়রানীর শিকার না হয়, আর্থিক ক্ষতির মুখে না পড়েন এদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জেলা লিগ্যাল এইড অফিসের সঙ্গে এখানে আইনি সেবা নিতে আসা বিচারপ্রার্থী জনগণের সঙ্গে এ প্রতিষ্ঠানের একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। এর ফলে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আদালতের সঙ্গে বিচারপ্রার্থী মানুষের আস্থা ও নির্ভরতার সেতুবন্ধন গড়ে উঠবে। আর এজন্য জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম তথা জাতীয় আইনগত সহায়তা সেবা আরো গতিশীল করার লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, জেলা কারাগারসহ অন্যান্য সকল সরকারি অফিসে লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির ৯২তম মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, যুগ্ম জেলা জজ সমরেশ শীল, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুানালের বিচারক নাজমুন নাহার সুমি, যুগ্ম জেলা জজ তাওহীদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা ও আয়োজনের দায়িত্বে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যসচিব এফ এম শেফায়েত ছালাম।
Last Updated on February 27, 2023 10:17 pm by প্রতি সময়