বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের আসল দেশ বাংলাদেশ নয়, তাদের আসল দেশ হচ্ছে ভারত। এদেশের সম্পদ লুটপাট করে তারা ভারতে পালিয়ে গেছে।দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সকল দলকে স্বাধীন সার্বভৌমত্বের প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তোলতে হবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের আরও বলেন, নির্বাচনের পূর্বে জরুরী সংস্কার। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নিবে না।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটি এম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শুরা ও দক্ষিন জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতে সেক্রেটারী জামায়াত মনোনিত সংসদ প্রার্থী ড.সরোয়ার উদ্দিন সিদ্দিকী।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শাহাবুদ্দিন আহমেদ, ডাঃ কাউসার হামিদ, সৈয়দ কামরুল হাসান, সাইফুল বারী তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, রবিউল ইসলাম, মিজানুর রহমান, আবদুল গোফরান, সাইফুল সালেহী, মাওলানা আবদুল মোতালেব, মাওলানা মাকসুদুল আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
Last Updated on January 24, 2025 8:22 pm by প্রতি সময়