[গ্রাহকের বকেয়া ৫ কোটি ৪২ লাখ টাকা]" />
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর দাউদকান্দি জোনাল অফিসের অধীনে রয়েছে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। এরমধ্যে ৮৬ হাজার গ্রাহক বিদ্যুৎ সেবা নিচ্ছেন।এসব গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল ৫ কোটি ৪২লাখ।বিল আদায়ে হিমশিম পোহাচ্ছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর দাউদকান্দি জোনাল অফিস।
পল্লী বিদ্যুৎ দাউদকান্দি জোনাল অফিস সূত্রে জানা যায়,উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮৬ হাজার গ্রাহক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিচ্ছেন।চলতি ২০২১ সালের মে মাস পর্যন্ত গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল ৫কোটি ৪২লাখ।এরমধ্যে আবাসিক বকেয়া বিল ২কোটি ৬০লাখ ৩২হাজার ৮৩৮টাকা,শিল্প কলকারখানায় ১কোটি ৬১লাখ ৭৯হাজার ৮৬১ টাকা,বাণিজ্যিক বকেয়া বিল ৯৫লাখ ২৬হাজার ২৪৫টাকা,দাতব্য প্রতিষ্ঠানে (মসজিদ,মাদ্রাসা,মন্দির,ধর্মীয় প্রতিষ্ঠান,স্কুল-কলেজ ইত্যাদি)বকেয়া বিল ১৫লাখ ২২হাজার ৭৭৬টাকা,সেচ প্রকল্পে ১০লাখ ১৬হাজার ২৮০টাকা বকেয়া বিল রয়েছে।
অনেক সময় দেখা গেছে,বকেয়া বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের।আবার অনেকে বিভিন্ন হুমকি ধামকিও দিয়ে থাকে বলে জানা যায়।ফলে বকেয়া বিল আদায়ে হিমশিম পোহাচ্ছে প্রতিষ্ঠানটি।
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর দাউদকান্দি জোনাল অফিসের উদ্যোগে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য এলাকা ভিত্তিক কঠোর নির্দেশনা দিয়ে মাইকিং করা হচ্ছে।বকেয়া বিল পরিশোধ না করিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং গ্রাহককে নোটিশ দেওয়া সত্তে¡ও বিল পরিশোধে গ্রাহকের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
দাউদকান্দি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিনা আক্তার জানান,বিদ্যুৎ গ্রাহকদের সেবায় আমরা দিনরাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সেবা দিয়ে যাচ্ছি।এ অবস্থায় গ্রাহকরা যদি বকেয়া বিল পরিশোধ না করেন তবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন বলেন,বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সমিতিকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।যদি কেউ ক্ষমতার দাপট দেখিয়ে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের ব্যাপারে বিশৃংখলা সৃষ্টি করে,তাদের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতিকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া রয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 3, 2021 9:00 pm by প্রতি সময়